চন্দনপুর ইউপি পরিষদ হইতে পশ্চিম দিকে ২ কিলো মিটার দূরে কলারোয়া চান্দুড়িয়া পিচ রাস্তার উত্তর পাশে অবস্থিত। ইউপি পরিষদ হইতে মটর সাইকেল, প্রাইভেট, মাইক্রো, ভ্যান, রিকসা, নছিমন /করিমন প্রভৃতি যানবাহনে আসা যাওয়া করা যায়।
History
(১৮৯০ ইংরাজী)সীমান্ত বর্তী কাদপুর গ্রামে মরুহুম ময়জদ্দিন মোড়লের ৪২ শতক জমির উপরে মসজিদ টি স্থাপিত হয়। পরবর্তীতে মসজিদটি কাদপুর গ্রামের বড় মসজিদ নামে নাম করণ হয়।