কালের স্বাক্ষী বহনকারী বেত্রাবতি তীরে গড়ে উঠা কলারোয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চন্দনপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ চন্দনপুর ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৯.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৮৪২০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/মটরসাইকেল/নচিমন
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৭টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
নিম্ন মাধ্যমিক বিদযালয়-৩ টি
মাদ্রাসা- ৪টি।
মক্তব-১ টি
পোষ্ট অফিস-৪ টি
ক্লাব-৩ টি
মন্দির-২টি
দরগা-১টি
মসজিদ-৩১টি
গভির নলকুপ-৩২ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব MD MONIRUL ISLAM
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১১/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
বয়ারডাংগা বিক্রমপুর দাড়কী
নাথপুর মদনপুর হিজলদী
সুলতানপুর চন্দনপুর গয়ড়া
কাঁদপুর চাঁন্দূড়িয়া গোয়ালপাড়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
৪)ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে উদ্যোক্তা-2 জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস