Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

 

 

দেশের সীমানা নদীর ঠিকানা, যেথায় গিয়েছে হারিয়ে সেথা সাতক্ষীরার রূপ মায়ায় ঘেরা, বনানীর কোলে দাড়িয়ে। সাতক্ষীরা জেলার সামান্য পশ্চিমে এসে যেখানে হয়েছে শেষ, সেখানে এই চন্দনপুর ইউনিয়ন সোনার বাংলাদেশ। অত্র ইউনিয়ন পরিষদটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ ডালিম হোসেন

 

 নাম-৭নং চন্দনপুর  ইউনিয়ন পরিষদ।ইউনিয়নের পূর্বে সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ । পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ । উত্তরে যশোর

জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদ । দক্ষিনে ভারত । আয়তন-২৪.৩৩বর্গ কি:মি:। লোকসংখ্যা: ৩৯,৪৫০ জন 

(১০-০৩-২০১৪) (প্রায়) । গ্রামের সংখ্যা: ১৩টি । মৌজার সংখ্যা: ৭টি । হাট/বাজারের সংখ্যা-৪টি । উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা

সিএনজি ,ভ্যান, ইজি বাইকের মাধ্যমে । শিক্ষার হার: ৮০(২০১১ সালের আদমশুমারী অনুসারে) । সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-

৯টি । মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- ৪টি । কলেজ- ১টি । মাদ্রাসা-৬টি । মহিলা মাদ্রাসা-১০টি। গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-২টি । ঐতিহাসিক

পর্যটন স্থান-১টি । ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৮ইং ।